- Bengali Word কুঁতা , কুঁথা , কোঁতা , কোঁথা English definition [কুঁতা, কুঁথা, কোঁতা, কোঁথা] (ক্রিয়া) ১ কাতরতা বা ক্লেশ প্রকাশক ধ্বনি।
২ মলাদি ত্যাগের জন্য দম বন্ধ করে বেগে বা জোরে চাপ দেওয়া; কুন্থন।
□ (বিশেষ্য) উক্ত সকল অর্থে।
কুঁতানো, কোঁতানো, কোঁথানো (ক্রিয়া) ১ শারীরিক বল নিয়োগে কষ্ট করা; অতিরিক্ত শক্তি প্রকাশক শব্দ করা (চারিজন মাঝিতে কুঁতিয়া ধরাধরি করিয়া উপরে তুলিয়া দিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))।
২ কুঁততে বাধ্য করা।
৩ ((আলঙ্কারিক)) কষ্ট দেওয়া।
□ (বিশেষ্য) উক্ত সকল অর্থে।
{(তৎসম বা সংস্কৃত শব্দ ) কুন্থ>(বাংলা) √কুঁথ্, কুঁত্, √কুঁথ্,+আ; ধ্বন্যাত্মক}