• Bengali Word কিতাব , কেতাব English definition [কিতাব্‌, কেতাব] (বিশেষ্য) ১ বই; পুস্তক; গ্রহ (কেতাব পড়ে পায়নি খেতাব-(জসীমউদ্‌দীন) )। ২ কোরান; কুরআন (আল্লায় কহিছে যবে কিতাবের বাণী-সৈয়দ সুলতান)। ৩ পুঁথি (কেতাব পড়ার উঠল তুফান-(জসীমউদ্ ‌দীন))। কিতাব কুরআন, কিতাব কোরান (বিশেষ্য) ১ ধর্মগ্রন্থ; হাদিস ও কোরান। ২ প্রামাণিক গ্রন্থ (এ কথা তো কোনো কেতাবে কোরানে লেখে না-প্রথম চৌধুরী)। কেতাবকীট (বিশেষ্য) ১ ((আলঙ্কারিক)) গ্রন্থকীট; যে সর্বদা বই পড়ায় মগ্ন থাকে। ২ বইতে যে পোকা থাকে। কেতাবত (বিশেষ্য) লেখা; পত্র; চিঠি।কিতাবি১, কেতাবি, কিতাবতি (বিশেষণ ) ১ পুঁথিগত; bookish (কেতাবি বিদ্যা, কেতাবি ভাষা)। ২ পুস্তক সম্বন্ধীয়। ৩যার পুঁথিগত বিদ্যা আছে কিন্তু অভিজ্ঞতা নেই; যে হাতে কলমে করেনি, unpractical (মোকদ্দমা করা কেতাবী লোকের কাম নয়-প্যারীচাঁদ মিত্র ( টেকচাঁদ ঠাকুর))। কিতাবি২ (বিশেষ্য) আসমানি কিতাবের অনুসারী অমুসলিম; যথা ইহুদি, খ্রিস্টান। কিতাবিয়া (স্ত্রীলিঙ্গ)। {(আরবি) কিতাব}
    • Bengali Word খতকিতাবত English definition [খত্‌ কিতাবত্‌] (বিশেষ্য) পত্রের আদানপ্রদান; পত্র লেখালেখি। {(আরবি) কিতাবাত}