• Bengali Word কাবাব , কবাব English definition [কাবাব্‌, কাবাব্‌] (বিশেষ্য) শলাকা বিদ্ধ করে সেঁকা মাংস (কলিজা কাবাব-সম ভুনে মরু -রোদ্দুর- নই)। কাবাব করা (ক্রিয়া) ((আলঙ্কারিক))যন্ত্রণা দেওয়া; বিদীর্ণ করা (যেন কাবাব করিতে বেঁধে কলিজাতে শিক-(কাজী নজরুল ইসলাম))। {(আরবি) কাবাব}
    • Bengali Word কাবাব চিনি English definition [কাবাব্‌ চিনি] গোলমরিচের মতো একপ্রকার মশলা। {(আরবি) কাবাব+ (ফারসি) চিনি}
    • Bengali Word শামি কাবাব, শামি কাবাব English definition [শামি কাবাব্‌] (বিশেষ্য) মাংস ও ডাল দিয়ে প্রস্তুত বড়াবিশেষ; শামদেশীয় কাবাব (আরেক প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের শামীকাবাব-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) শামী+কাবাব}