• Bengali Word কলাবউ , কলাবৌ , কলাবধূ English definition [কলাবোউ, কলাবোউ, কলাবোধূ] (বিশেষ্য) ১ দীর্ঘ অবগুন্ঠনবতী বধূ; অতি লজ্জাশীলা বধূ (কলা বউয়ের মত আধহাত ঘোমটা দেওয়া ক্ষুদে ক্ষুদে কনে বউ-কালীপসন্ন সিংহ)। ২ হিন্দুমতে কদলীপত্ররচিত নব পত্রিকারূপিণী নব দুর্গা। এই মূর্তিকে বস্ত্রালঙ্কার, অবগুন্ঠন, সিন্দুর প্রভৃতিতে নববধূ সাজে সজ্জিত করা হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলাবধূ> কলাবহু>কলাবউ>কলাবৌ; কলাবউ}