• Bengali Word কর্ম English definition [কর্‌মো] (বিশেষ্য) ১ কাজ; যা করা হয়। ২ ক্রিয়া; অনুষ্ঠান। ৩ সুকৃতি দুষ্কৃতি নির্বিশেষে সকল কাজের অনিবার্য ফল। ৪ অদৃষ্ট; ভাগ্য(কর্মদোষ)। ৫ সার্থকতা; উপযোগিতা (কোনো কর্মের নয়)। ৬ জীবিকা; ব্যবসায় (কর্মক্ষেত্র, কর্মস্থল)। ৭ অন্ত্যেষ্টিক্রিয়া (ক্রিয়াকর্ম)। ৮ কারকবিশেষ (objective case)। কর্মকর (বিশেষ্য) কর্মচারী; আজ্ঞাবাহী (কর্মকার ভালো কাজের জন্যে ভালো মাইনে, খারাপ কাজের জন্যে কম মাইনে পায়-রাহুল সাংকৃত্যায়ন)। কর্মকর্তা (বিশেষ্য) ১ যিনি কর্মনির্বাহ করান; অফিসার (officer)। ২ প্রধান। কর্মকারী(-রিন্‌) (বিশেষণ) (বিশেষ্য) যে কার্য করে; কর্মী; কর্মচারী (সহস্র সহস্র যত কর্মকারিগণ। সছন্দে সে ডিঙ্গা করিলা সুশোভন-সৈয়দ আলাওল)। কর্মকুশল, কর্মপটু (বিশেষণ ) কাজ করতে নিপুণ বা দক্ষ। কর্মক্ষম (বিশেষণ) কাজ করতে সক্ষম; কাজ করার ক্ষমতা রাখে এরূপ। কর্মক্ষেত্র (বিশেষ্য) কাজের জায়গা বা চাকরিস্থল।কর্মচারী(-রিন্‌) (বিশেষ্য) বেতনভোগী কর্মী; আমলা। কর্মঠ (বিশেষণ) কর্মপটু; কর্মের অন্ধিসন্ধি বিষয়ে জ্ঞানী। কর্মত্যাগ (বিশেষ্য ) ১ চাকরি ত্যাগ; resignation । ২ কর্মবর্জন; কাজ বন্ধ রাখা। কর্মত্যাগী (-রিন্‌) (বিশেষণ) কাজকর্ম ছেড়ে দিয়েছে এমন। কর্মদক্ষ (বিশেষণ) কাজে পটু; কর্মনিপুন। কর্মদোষ (বিশেষ্য) ১ কুকর্মের ফল; পাপ। ২ দুর্ভাগ্য। কর্মনাশা (বিশেষণ ) কর্ম পণ্ড করে এমন; কর্মে বিঘ্ন সৃষ্টিকারী (অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা-রবীন্দ্রনাথ ঠাকুর )। কর্মনিষ্ঠ, কর্মপরায়ণ (বিশেষণ) কর্মে নিষ্ঠা আছে এমন; কর্মে মনোযোগী। কর্মপটুতা (বিশেষ্য) কর্মে দক্ষতা; কর্মের ক্ষমতা; কর্মনিপুণতা (নিজের কর্মপটুতার প্রতি স্ত্রীর এইরূপ বিশ্বাসের অভাবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। কর্মফল (বিশেষ্য) কৃতকর্মের পাপ বা পুণ্য; জীবনের সকল কর্মের পরিণাম। কর্মবশত, কর্মনিবন্ধন (ক্রিয়াবিশেষণ) কার্যানুরোধে; কাজের প্রয়োজনে। কর্মবীর (বিশেষ্য) যিনি মহদুদ্দেশ্যে জীবনকে কর্মে নিয়োগ করেছেন; ‍যিনি মহৎ কার্য করে সার্থকতা বা সফলতা অর্জন করেছেন; সদুদ্দেশ্য সাধনে সার্থক কর্মী। কর্মভূমি (বিশেষ্য) কার্যক্ষেত্র; সংসার সমরাঙ্গণ। কর্মভোগ (বিশেষ্য) ১ দুষ্কর্মের পরিণাম। ২ দুর্ভোগ; অযথা হয়রানি। কর্মযোগ (বিশেষ্য) কার্যসাধনে একান্ত নিষ্ঠা। কর্মযোগী (কর্মযোগীন্‌) (বিশেষণ) যিনি কর্মসাধনে যোগীর ন্যায় নিষ্ঠাবান। কর্মলিপ্ত (বিশেষণ) কর্ম নিযুক্ত(তাকালে তার দুই কর্মলিপ্ত বলিষ্ঠ বাহুর দিকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। কর্মশালা (বিশেষ্য) কর্মস্থল; কার্যালয়; কারখানা। কর্মশীল (বিশেষণ) কাজে নিষ্ঠা আছে এমন; কর্মসাধনে তৎপর। কর্মসচিব (বিশেষ্য) কর্মসম্পাদক; কার্যনির্বাহক। কর্মসিদ্ধ (বিশেষ্য) কার্যোদ্ধার; উদ্দেশ্য সাধন। কর্মসূত্র (বিশেষ্য) কাজের ক্রম নিয়ম বা গতিক; কার্যক্রম। কর্মস্থল, কর্মস্থান (বিশেষ্য) চাকরিস্থল; কার্যক্ষেত্র; অফিস। কর্মাক্ষম (বিশেষণ) কাজ করতে অক্ষম; কাজের অনুপযুক্ত। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+মন্‌(মনিন্‌)}