• Bengali Word করোটি , করোটী , করোট English definition [করোটি, করোটি, করোট্‌] (বিশেষ্য) মাথার খুলি; নরকপাল (যতরক্ত ঝরেছে মাটিতে, চিহ্ন তার রয়ে গেছে ক্লান্ত করোটিতে- আহসান হাবীব)। করোটি-কঙ্কাল (বিশেষ্য) অস্থিপঞ্জর, মুণ্ড ও দেহাস্থি (অন্ততঃপক্ষে তাদের পুরাকালীন ভাস্কর্য তথা করোটি কঙ্কালের-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√রুট্‌+অ(অচ্‌)+ বা ই, ঈ}
    • Bengali Word অকরোটি English definition [অকরোটি] (বিশেষ্য) (প্রাণীবিদ্যা) যে সকল প্রাণীর মাথার খুলি আংশিক বা সম্পূর্ণ নেই; acrania। {(তৎসম বা সংস্কৃত)অ+ করোটি; (বহুব্রীহি সমাস)}