• Bengali Word কবলানো ১ , কবুলানো ১ English definition [কব্‌লানো, কবুলানো] (ক্রিয়া) বলানো; কহানো; বিশেষ পরিচয় দানের জন্য বলানোর চেষ্টা (ওঃ মিস্তিরী! অমন সবাই নিজেকে মিস্তিরী কবলায় মশাই-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) কবল }
    • Bengali Word কবলানো ২ , কবুলানো ২ English definition [কব্‌লানো, কবুলানো] (ক্রিয়া) ১ স্বীকার করা; প্রতিশ্রুত হওয়া। ২ গোপনে মুঠায় ভরে দেওয়া; ঘুষরূপে দেওয়া (বহু টাকা কবলে তবে সে যাত্রা পুলিশের হাত থেকে রক্ষা পাওয়া গেল)। □ (বিশেষণ) অঙ্গীকৃত; স্বীকৃত। {(আরবি) কবুল }
    • Bengali Word কবলিত , কবলীকৃত English definition ⇒ কবল