• Bengali Word কপাট , কবাট English definition [কপাট্‌, কবাট্‌] (বিশেষ্য) দরজার পাল্লা; দরজার দুই পাট (ফাতেমাএ দ্বারেতে গেলা, কপাট মেলিয়া দিলা-সৈয়দ সুলতান; কুরের-পুরীর সোনার কবাট হাসির হাওয়ায় যাই খুলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আবরণ (মনের কপাট)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√পাটি+ অ(অণ্‌) = কপাটি>কবাট(প>ব)}
    • Bengali Word কপাটক English definition [কপাটক্‌] (বিশেষ্য) হৃৎপিণ্ড মধ্যবর্তী রক্ত চলাচল নিয়ন্ত্রক-দুয়ার; valve । {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√পট্‌+ণিচ্‌+অ(অণ্‌)+ক}
    • Bengali Word কপাটি , কবাডি , কবাটি English definition [কপাটি, কবাড়ি, কবাটি] (বিশেষ্য) ১ হা-ডু-ডু খেলা। ২ বন্ধ কপাটির ন্যায় আবদ্ধ অবস্থা (দাঁত কপাটি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাট>; (তুলনীয়) (হিন্দী ) কবড্‌ডী}