• Bengali Word কপনি , কপ্নি English definition [কোপ্‌নি] (বিশেষ্য) কৌপীন; নেংটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৌপীন এবং (আরবি) কফনী ; উভয় শব্দ প্রায় সমার্থক; এদের অর্থ-সন্ন্যাসী বা ফকিরের পরিচ্ছদ। (তুলনীয়) মারাঠি-কফণী; (হিন্দী) কফনী; কিন্তু মৈ. কপ্‌পা; (তৎসম বা সংস্কৃত শব্দ) কূপ+ ঈন> কৌপীন> কোপনি> কপ্‌নি}