• Bengali Word কন্ঠি , কন্ঠী , কন্ঠিকা English definition [কোন্‌ঠি, কোন্‌ঠি, কোন্‌কা] (বিশেষ্য) ১ একনরা কন্ঠমালা; কন্ঠের ভূষণ বিশেষ(নীলার কন্ঠী কন্ঠে পরেছে তারা- সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ তুলসীকাঠের একনরী মালা; বৈষ্ণবের কন্ঠভূষণ বিশেষ। □ (বিশেষণ) পরম আদরণীয়; অমূল্য সম্পদের ন্যায় আদরণীয় (মেয়ে পিতামাতার সোনার কন্ঠী-শেখ ফজলল করিম)। কন্ঠিছেঁড়া ( বিশেষ্য) বৈষ্ণব সম্প্রদায় পরিত্যাগ; বৈষ্ণব সম্প্রদায় থেকে বিচ্যুত হওয়া। কন্ঠিধারণ (বিশেষ্য) ১ আনুষ্ঠানিকভাবে বৈষ্ণবমতে দীক্ষা গ্রহণ। ২ বৈষ্ণবের ন্যায় ফোঁটা তিলকাদি গ্রহণ। কন্ঠিধারী (বিশেষ্য) বৈষ্ণব; বৈরাগী।কন্ঠীবদল (বিশেষ্য) বৈষ্ণব-সম্প্রদায়ের মধ্যে প্রচলিত কন্ঠের মালা বদল করে বিবাহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠ+ইন্ = কন্ঠিন্>কন্ঠী> বাংলা কন্ঠী/কন্ঠি, (তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠী+ক(কন্)+আ(টাপ্)}
    • Bengali Word কন্ঠিত , কন্ঠীত English definition [কোন্‌ঠিতো] (বিশেষণ) কন্ঠে ধারণকৃত (কত বেসরের নীলা আর চূণী, কন্ঠীত মুগা, কানের মতি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠ+ইত(ইতচ্)}