• Bengali Word কন্ঠ English definition [কন্‌ঠো] (বিশেষ্য) ১ স্বরযন্ত্র। ২ গলার স্বর (আমার কন্ঠ হতে গান কে নিল ভুলায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ গলদেশ (কন্ঠ মালার বকুল যদি যায় গো ঝরে-গান)। ৪ টুঁটি(কন্ঠরোধ)। কন্ঠকণ্ডুয়ন (বিশেষ্য) বক্তব্য প্রকাশের জন্য কন্ঠদেশে অস্থিরতার অনুভূতি; বক্তব্য প্রকাশের জন্য চাঞ্চল্য। কন্ঠনালি, কন্ঠনালী (বিশেষ্য) গলনালি; windpipe। কন্ঠবদ্ধ, কন্ঠলগ্ন, কন্ঠলীন (বিশেষণ) কন্ঠ জড়িয়ে আছে এমন; কন্ঠের সাথে যুক্ত। কন্ঠভূষণ, কন্ঠভূষা, কন্ঠাভরণ (বিশেষ্য) ১ কন্ঠে ধারণ করার অলঙ্কার; হার। ২ প্রিয়; আদরণীয় বিষয়। কন্ঠরোধ (বিশেষ্য) ১ শ্বাসরোধ; কন্ঠনালি চেপে ধরা। ২ বাচন ক্ষমতা বন্ধ করা; প্রতিবাদের ক্ষমতা কেড়ে নেওয়া। ৩ বাক-রোধ। কন্ঠসূত্র (বিশেষ্য) মালা; হার। কন্ঠস্বর (বিশেষ্য) গলার আওয়াজ। কন্ঠস্থ (বিশেষণ) মুখস্থ; বিশেষরূপে আয়ত্ত। কন্ঠাগত (বিশেষণ) কন্ঠ পর্যন্ত আগত; বহির্গমনোম্মুখ (কন্ঠাগত প্রাণ)। কন্ঠাগ্র (বিশেষ্য) বিশেষরূপে অভ্যাস ও উত্তমরূপে মুখস্থ করার দরুণ সম্পূর্ণ কন্ঠস্থ অবস্থা (যাত্রাভিনয়ের সুদীর্ঘ খণ্ডসকল তাহার কন্ঠাগ্রে ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্+ঠ}