• Bengali Word কটু English definition [কোটু] (বিশেষণ) ১ তিক্ত। ২ ঝালযুক্ত বা ঝাঁঝাল (কটু তৈল)। ৩ বিস্বাদ। ৪ উগ্র; কঠোর; তীব্র। ৫ পীড়াদায়ক। □ (বিশেষ্য) দুর্বাক্য; কুকথা (মর্ম না বুঝিয়া ব্যাস কটু কন কত-ভারতচন্দ্র রায় গুণাকর)।কটুকাটব্য (বিশেষ্য) কড়া কথা; গালি গালাজ; রূঢ় বাক্য (জোয়ারের প্রতি কটুকাটব্য প্রয়োগ করেন-প্রথম চৌধুরী)। কটুতা (বিশেষ্য) কঠোরতা; উগ্রতা (কটুতায় কোটি কোটি কালকুট সম- ভারতচন্দ্র রায় গুণাকর)। কটুভাষী (বিশেষণ) রূঢ় বাক্য প্রয়োগকারী; অপ্রিয়বাদী; দুর্মুখ। কটুক্তি (বিশেষ্য) দুর্বাক্য; গালিগালাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কট্+উ}