• Bengali Word কটকিনা , কটকেনা , কট্‌ কেনা English definition [কটকিনা, কটকেনা, কটকেনা] (বিশেষ্য) ১ নিয়মের কড়াকড়ি (ছোঁয়াছুয়ি নাওয়া খাওয়া নিয়ে কটকেনা মেয়েদেরই কেন এত পেয়ে বসে?-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কঠিন প্রতিজ্ঞা (রাধার এটি কটকেনা-কবিগান)। ৩ জমির মেয়াদি ইজারা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কট+বাংলা কেনা=কটকেনা}