• Bengali Word ঔষধ , ওষুধ English definition [ওউশধ্, ওষুধ্] (বিশেষ্য) ১ যার দ্বারা রোগ নাশ হয় বা প্রতিকার হয় এমন দ্রব্য; পীড়া ও ক্লেশ নিবারণকারী পদার্থ; ভেষজ দাওয়াই। ২(আলঙ্কারিক) প্রতিকার। ৩ তুকতাক; বশীকরণ। ঔষধালয় (বিশেষ্য) ঔষধের দোকান। ঔষধি (বিশেষ্য) ১ যে সকল গাছ গাছড়া থেকে ঔষধ প্রস্তুত হয়। ২ ঔষদ। ঔষধীয় (বিশেষণ) ঔষধ সম্বন্ধীয়। ঔষধ করা (ক্রিয়া) ১ চিকিৎসা করা। ২ প্রতিকার করা। ৩ তুকতাক বশীকরণ মন্ত্র ইত্যাদি দ্বারা বশ করা; গুণ করা (সৎমা ছেলেটাকে ওষুধ করেছে)। ঔষধ ধরা (ক্রিয়া) ১ কারো উপর তুকতাক; বশীকরণাদি কাজ করা। ২ কেউ বশীভূত হওয়া। ৩ কারো পরামর্শ বা চক্রান্ত অপর কারো উপর সফল হওয়া। ঔষধ সেবন (বিশেষ্য) ঔষধ খাওয়া; ঔষধ গ্রহণ; ঔষধ পান (ঔষধ সেবনেই রোগ নির্মূল হয়)। {(তৎসম বা সংস্কৃত) ওষধি+অ(অণ্)>}
    • Bengali Word ঔষধাজীব English definition [ওউশোধাজিব্] (বিশেষ্য) ঔষধকেই যিনি জীবিকারূপে গ্রহণ করেছেন; ঔষধ-ব্যবসায়ী বা ঔষধ বিক্রেতা; chemist & druggist। {( তৎসম বা সংস্কৃত) ঔষধ+আজীব}
    • Bengali Word ঔষধীয় English definition [ওউশোধিয়ো] (বিশেষণ) ঔষধ সম্বন্ধীয়; ঔষধযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) ঔষধ +ঈয়(ছ)}