• Bengali Word ওয়াশিল , ওয়াশীল , ওয়াসিল English definition [ওয়াশিল্] (বিশেষ্য) প্রাপ্য আদায়; উসুল (তাঁহার মোক্তারনামা দ্বারা সকল আদায় ওয়ালিন করিতেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ওয়াশিলাত, ওয়াশীলাত বি প্রাপ্য সম্পত্তি অন্যের অধিকারে থাকাকালের ক্ষতিপূরণ (অতএব সমেৎ ওয়াশিলাত তাবৎ বিষয়ে দখল পাওয়ারও উইল রদের দাবী-বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) রাসিল}