• Bengali Word ওয়ালা , ওলা , আলা English definition [ওয়ালা, ওলা, আলা] (অব্যয়) তদ্ধিত প্রত্যয় বিশেষ (ব্যবসায়ী অর্থে কাপড়ওয়ালা; অধিকারী অর্থে-পয়সাওয়ালা; যুক্ত অর্থে-পাড়ওয়ালা; নিবাসী অর্থে-দিল্লীওয়ালা ইত্যাদি)।ওয়ালি/ওয়ালী, উলি/উলী (স্ত্রীলিঙ্গ)। {(হিন্দি) রালা}
    • Bengali Word আগরওয়ালা English definition [আগোর্‌ওয়ালা] (বিশেষ্য) দিল্লি, আগ্রা প্রভৃতি অঞ্চলের ব্যবসায়ী সম্প্রদায়। {(হিন্দি) আগরবালাহ}
    • Bengali Word কাবুলিওয়ালা , কাবলিওয়ালা English definition [কাবুলিওয়ালা, কাব্‌লিওয়ালা] (বিশেষ্য) কাবুল বা আফগানিস্তানের লোক। {(কাবুল+ই=কাবুলি শব্দের পরে ‘ওয়াল’ প্রত্যয় অনাবশ্যক, কারণ ‘কাবুলি’ শব্দ দ্বারা ‘কাবুলিওয়ালা’ শব্দের অর্থই বোঝায়, অতিরিক্ত প্রত্যয় যোগ করার কারণে ব্যাকরণগতভাবে এটি অশুদ্ধ। তবে রবীন্দ্রনাথ প্রমুখের হাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে বলে বানানটি স্বীকৃত) (ফারসি) কাবুল+ (হিন্দী) বাল}