• Bengali Word ওয়ারেন্ট , ওয়ারিন (বিরল) English definition [ওয়ারেন্‌ট্‌, ওয়ারিন্] (বিশেষ্য) গ্রেপ্তারি পরোয়ানা (দাগাদারীর নামে ওয়ারেন্ট বাহির করে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছে-মীর মশাররফ হোসেন; অবশেষে অমন ওয়ারিন বাহির হইলে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) Warrant}