• Bengali Word ওয়ারিশ , ওয়ারিস , ওয়ারেশ , ওয়ারেস English definition [ওয়ারিশ্, ওয়ারিশ্, ওয়ারেশ্, ওয়ারেশ্] (বিশেষ্য) বংশধর; উত্তরাধিকারী (মইলে আমার ওয়ারিশ পাবে-রওশন ইজদানী)। ওয়ারিশান, ওয়ারিসান, ওয়ারেশিন, ওয়ারেশীন (বিশেষ্য) ১ বংশধরগণ; উত্তরাধিকারী-গণ। ২ পূজারী বা অনুসারীগণ (ভয়ে ভূমিচুমে লাব-মানাত এর ওয়ারেশীন -কাজী নজরুল ইসলাম)। {(আরবি) ররিছ}
    • Bengali Word লাওয়ারিশ, লাওয়ারেশ, লাওয়ারেস English definition [লাওয়ারিশ্‌, লাওয়ারেশ, লাওয়ারেস] (বিশেষ্য) ১ বংশধরহীন; দাবিদার বা মালিকশূন্য। ২ দাবিদারশূন্য; উত্তরাধিকারশূন্য (লাওয়ারেশ শবগুলি গ্রাম হইতে করিব-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) লাৱারিছ(লা=নাই, ওয়ারিস=উত্তরাধিকার)}
    • Bengali Word বেওয়ারিশ English definition ⇒ বে২