• Bengali Word ওয়াজ , ওয়ায়েজ English definition [ওয়াজ্, ওয়ায়েজ্] (বিশেষ্য) উপদেশ বা বক্তৃতা; ধর্মব্যাখ্যা; ধর্মপ্রচার (মেয়েদের জন্য ওয়ায হইত-আবুল মনসুর আহমদ)। ওয়াজ নসিহত (বিশেষ্য) ধর্মসম্বন্ধীয় বক্তৃতা ও উপদেশ (মৌলবীর ওয়াজ নসিহত জানি-মীর মশাররফ হোসেন)। {(আরবি) রাজ }
    • Bengali Word ওয়াজিব , ওয়াজিবি English definition ⇒ ওয়াজেব
    • Bengali Word ওয়াজেব , ওয়াজিব , ওয়াজিবি English definition [ওয়াজেব্, ওয়াজিব্, ওয়াজিবি] (বিশেষণ) ১ ন্যায্য; যুক্তিসঙ্গত; ন্যায়সঙ্গত (তুমি আজ বাবুরামকে খুব ওয়াজিব কথা বলিয়াছ-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); ওয়াজিবী কিস্মত দিয়া কিনে লিয়া যাই- সৈয়দ হামজা)। ২ অবশ্য পালনীয় (ওয়াজিব নামাজ)। ৩ প্রয়োজনীয়; দরকারি। {(আরবি) রাজিব}