• Bengali Word ওহি , ওহী , অহি , অহী English definition [ওহি্‌] (বিশেষ্য) ১ ঐশী বাণী; আল্লাহর প্রেরিত বাণী (অহি নাজেল হওয়ার সময়-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। ২ প্রত্যাদেশ (রসুলের নিকট যখন – কোনও ওহি নাযেল হইত-মোহাম্মদ বরকতুল্লাহ )।{(আরবি) রহী}
    • Bengali Word তওহিদ, তৌহিদ, তৌহীদ English definition [তওহিদ্‌, তোউহিদ্‌, তোউহিদ্‌] (বিশেষ্য) একেশ্বরবাদ; সমগ্র বিশ্বের স্রষ্টা ও নিয়ন্তা যে বহুজন নন, একজন এইমত; সারা জাহানের স্রষ্টা প্রতিপালক এক আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই-এই মত। তওহিদবাদ (বিশেষ্য) এক আল্লাহ ভিন্ন উপাস্য নাই এই মতবাদ; ইসলামের মূল শিক্ষা। {(আরবি)তাওহীদ }