• Bengali Word ওত , ওৎ , ওঁত , ওঁৎ English definition [ওত্, ওত্‌, ওঁত্‌, ওঁত্‌] (বিশেষ্য) আক্রমণের জন্য সতর্কতার সহিত প্রতীক্ষা। ওতপাতা, ওঁতপাতা ক্রি। {(তৎসম বা সংস্কৃত) √অব্(রক্ষণে)>ওত্>ওঁত, ইদুরের উপদ্রব থেকে রক্ষা}
    • Bengali Word ওতন English definition ⇒ ওয়াতন
    • Bengali Word ওতপ্রোত English definition [ওতোপ্‌প্রোতো] (বিশেষণ) বিশেষভাবে জড়িত; অন্তর্ব্যাপ্ত; পরিব্যাপ্ত (মানুষের জীবনে কল্পনা ও বাস্তব ওতপ্রোতভাবে মিশে আছে-মোতাহের হোসেন চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত ) ওত (ব্যাপ্ত)+প্রোত (গ্রথিত)=ওতপ্রোত; দ্বন্দ্বসমাস}