• Bengali Word ওক্ত , ওক্ ‌ ত , অক্ত , ওয়াক্ত English definition [ওক্‌তো, ওক্‌ত, অক্‌তো, ওয়াক্‌ত্] (বিশেষ্য) ১ সময়কাল (এই তরে ভাই ওক্ত খুশীর-কাজী নজরুল ইসলাম)। ২ সুযোগ; উপযুক্ত সময় (কমবক্‌তি ওক্‌ত গেল তক্ত যাবে ফাঁক-হেব)। ৩ নির্দিষ্ট সময়-বিশেষত নামাজের সময় (পঞ্চ ওক্ত তুমি সবে নমাজ গুজারি-সৈয়দ সুলতান)। ওক্তিয়া, ওয়াক্তি, ওয়াক্তিয়া (বিশেষণ) নির্ধারিত; সময়ের নির্দিষ্ট ওক্তের (ওক্তিয়া নমাজ মোরা যে পাঁচ ওয়াক্তি নমাজ করি- বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) র্‌ক্‌ত}