• Bengali Word ওকালত , উকালত English definition [ওকালত্, উকালত্] (বিশেষণ) ১ উকিলের কাজ বা চাকরি। ২ ভারার্পণ; মনোনয়ন। ওকালতনামা, উকিলনামা (বিশেষ্য) উকিলের প্রতি ক্ষমতা অর্পনের পত্র; আমমোক্তারনামা; power of attorney। ওকালতি, ওকালতী (বিশেষ্য) ১ উকিলের কর্ম বা পেশা (সে আদালতে ওকালতি করে)। ২ (ব্যঙ্গার্থ) বিশেষ পক্ষ সমর্থন (তোমার আর ওর জন্যে ওকালতি করতে হবে না, যাও)। □ (বিশেষণ) ‍উকিল সম্বন্ধীয়। {(আরবি) ব্‌কারত}