• Bengali Word ওঁচা, ওঁছা English definition [ওঁচা, ওঁছা] (বিশেষণ) ১ বাজে; নিকৃষ্ট; খেলো (উপমাটা নেহাৎ ওঁচা হয়ে পড়লো-কাজী নজরুল ইসলাম)। ২ পরিত্যক্ত। ৩ ঘৃণ্য; হেয়; নীচ। {(তৎসম বা সংস্কৃত) উঞ্ছ (‘তুচ্ছ’ অর্থে)>উঁছ+আ=ওঁচা, ওঁছা}
    • Bengali Word ওঁচান, ওঁচানো English definition ⇒ উঁচা