• Bengali Word এলোপাতাড়ি , এলোপাথাড়ি , এলোধাবাড়ি , এলোপাতালি English definition [এলোপাতাড়ি, এলোপাথাড়ি, এলোধাবাড়ি, এলোপাতালি] (বিশেষণ) ১ বিশৃঙ্খল; এলোমেলো (এলোপাথাড়ি কঞ্চির বেড়ার মাঝখান দিয়ে সেখানে একটা ছাগল ঢুকেছে-সৈয়দ মুজতবা আলী)। ২ বেধড়ক; মাত্রাজ্ঞানশূন্য। ৩ দিগ্বিদিক জ্ঞানশূন্য (এলোপাতাড়ি দৌড়)। ৪ ক্রমাগত। □ (ক্রিয়াবিশেষণ) বিশৃঙ্খলভাবে; এলোমেলোভাবে; যেমন তেমন করে এলোপাতাড়ি কাজ করছে)। {বাংলা এলো+পাথ+ওয়াড়ি=এলোপাথোয়াড়ি >এলোপাথাড়ি?}