• Bengali Word এলাহি , এলাহী , ইলাহি English definition [এলাহি, এলাহি, ইলাহি] (বিশেষ্য) আল্লাহ; খোদা; ঈশ্বর; God (ইলাহিরে অস্তুতি কহিলা বহুতর-সৈয়দ সুলতান)। □ ( বিশেষণ) বিরাট; বৃহৎ (এলাহি কাণ্ড কারখানা)। এলাহি কাণ্ড, এলাহি কারখানা, এলাহি ব্যাপার (বিশেষ্য) বিরাট ব্যাপার; মহা ধুমধাম (এই তো এলাহি ব্যাপার-মনোজ বসু)। এলাহি গজ (বিশেষ্য) সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত ৪১ অঙ্গুলি বা ৩৩ ইঞ্চি পরিমিত গজ। এলাহি জায়গা (বিশেষ্য) সুবিস্তৃত স্থান; বিস্তীর্ণ জায়গা (নিষিদ্ধ শহরের বিথরে এক এলাহি জায়গা-মনোজ বসু)। এলাহি ব্যাপার Þ এলাহি কাণ্ড। এলাহি সন (বিশেষ্য) সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত সাল। দীন-ই এলাহি (বিশেষ্য) আকবরের প্রবর্তিত একেশ্বরবাদ। {আরবি ইলাহী (আমাদের প্রভু) }