• Bengali Word এলবার্ট , আলবার্ট English definition [অ্যার্‌বার্ট্‌, আর্‌বার্ট্‌] (বিশেষ্য) প্রিন্স এলবার্ট প্রবর্তিত টেরি চুলকাটা, জুতা ঘড়ির চেন প্রভৃতির ঢং বিশেষ (আলবার্ট ফেশানে চুল ফেরানো-কালীপ্রসন্ন সিংহ)। □ (বিশেষণ) এলবার্ট নমুনা বা ফ্যাশানের (বেশ্যাবাজীটি আজকাল এ শহরে বাহাদুরীর কাজ ও বড় মানুষের এলবাত পোষাকের মধ্যে গণ্য-কালীপ্রসন্ন সিংহ)। {ইংরেজি albert}