• Bengali Word এবড়ো-খেবড়ো, এবড়ো-থেবড়ো, আবড়া-খাবড়া, English definition [এবড়োখেব্‌ড়ো, এবড়োথেব্‌ড়ো, আব্‌ড়াখাব্‌ড়া] (বিশেষণ) ১ অসমতল; উঁচুনিচু; বন্ধুর (কোথাও এবড়ো-খেবড়ো পাহাড়-পর্বত নেই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অমসৃণ। {আরবি ইব্‌রা>, (অনুকারক শব্দ) খেবরো ইত্যাদি, তুলনীয় হিন্দি উবড়-খাবড়}