• Bengali Word এগনো, এগোনো, এগুনো English definition [এগোনো, এগোনো, এগুনো] (ক্রিয়া) অগ্রসর হওয়া; এগিয়ে যাওয়া (এগতে পারছিনে-রবীন্দ্রনাথ ঠাকুর; এক পা এগোনো দুই পা পিছানো-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) অগ্রসর; আগুয়ান। এগিয়ে দেওয়া (ক্রিয়া) ১ পথে কিছু দূর পর্যন্ত সঙ্গে যাওয়া। ২ উন্নতির পথে অগ্রসর হতে সাহায্য করা। এগিয়ে যাওয়া (ক্রিয়া) ১ সম্মুখের দিকে অগ্রসর হওয়া। ২ উন্নতি করা। {√এগা (সংস্কৃত √অগ্‌)+আনো, ওনো, উনো}