• Bengali Word একশা , একসা English definition [অ্যাক্‌শা] (বিশেষণ) ১ একসঙ্গে মিলিত; একত্র (ঠাকুর-কুকুর একসা করে নড়িয়ে দিলে সে ভিত্তি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মিশ্রিত; একাকার। {ফারসি য়াকসাঁ; তুলনীয় সংস্কৃত একশঃ; হিন্দি এক্‌সা}