• Bengali Word একরার , ইকরার English definition [এক্‌রার্‌, ইক্‌রার্‌] (বিশেষ্য) ১ স্বীকার; কবুল (সকল ডাকাইত একরার করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ প্রতিজ্ঞা; শপথ। ৩ চুক্তি। একরার নামা (বিশেষ্য) ১ চুক্তিপত্র; অঙ্গীকারপত্র (সমাজের ইকরারনামায় কস্মিন কালো বাঁধা হয় নিকো-বিষ্ণু দে)। ২ প্রতিজ্ঞাপত্র; শপথনামা। {আরবি ইকরার }