• Bengali Word এঁশে, এঁষে, এষে-ঘা English definition [এঁশে, এঁশে, এঁশে-ঘা] (বিশেষ্য) গরু ছাগল ইত্যাদির খুর বা মুখের ঘা বিশেষ। এঁশে রোগা (বিশেষণ) খুরে বা মুখে ঘা রোগযুক্ত (চাষীরা এঁশে-রোগা গরু বেচে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {সংস্কৃত আমিষ (মাছ, মাংস ইত্যাদি)>আঁইষ + ইয়া = আঁইষ্যা>এঁষে, এঁশে (মাংসপচা গন্ধযুক্ত ঘা)}