• Bengali Word উড়া ১ English definition ⇒ উড়ো
    • Bengali Word উড়া ২, ওড়া ১ English definition [উড়া, ওড়া] (ক্রিয়া) উত্তরীয় জাতীয় বস্ত্র পরিধান করা। {(তৎসম বা সংস্কৃত) উদ্‌+ ডী>(প্রাকৃত) উড্ড্>(বাংলা) উড়্‌+ আ>}
    • Bengali Word উড়া ৩, ওড়া ২ English definition [উড়া, ওড়া] (ক্রিয়া) ১ শূন্যে বিচরণ করা। ২ দ্রুতগতিতে ছুটে যাওয়া। ৩ কাপ্তানি করা; বাবুগিরি করা (লোকটা খুব উড়ছে)। ৪ প্রচারিত হওয়া (খবরটা খুব উড়ছে)। ৫ দ্রুত খবর হওয়া (লুচি সন্দেশ ওড়া)। □ (বিশেষ্য) শূন্যে গমন; উড্ডীয়মান হওয়া। উড়া-উড়া, ওড়া-ওড়া (ক্রিয়াবিশেষণ) অনিশ্চিতভাবে; ভাসাভাসা (উড়া-উড়া শোনা যাচ্ছে)। উড়ে আসা (ক্রিয়া) ১ হঠাৎ আসা। ২ অতি দ্রুত আসা। ৩ অযাচিতভাবে আসা। □ (বিশেষণ) অযাচিত; অবাঞ্ছিত (উড়ে-আসা লোক)। উড়ে এসে জুড়ে বসা (ক্রিয়া) অযাচিতভাবে বা বিনা অধিকারে এসে সর্বেসর্বা হয়ে বসা; অহেতুক বা অবৈধভাবে প্রাধান্য জাহির করা। উড়ে যাওয়া (ক্রিয়া) ১ বন্ধনমুক্ত হয়ে পালানো (পাখিটা উড়ে গেছে)। ২ অদৃশ্য হওয়া (কলমটি কোথায় উড়ে গেল?} ৩ দ্রুত ব্যয় হওয়া (টাকাগুলো দুদিনে উড়ে গেল)। ৪ দেহত্যাগ করা (প্রাণপাখি উড়ে গেল)। ৫ ভীত হওয়া (শুনে প্রাণ উড়ে গেল)। ৬ অপসৃত হওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। {(বাংলা) √উড়্‌+আ,>ওড়া}