• Bengali Word উলুক, উলূক, ঊলুক English definition [উলুক্‌] (বিশেষ্য) ১ পেচক; পেঁচা (নাসাপুটে জন্মিল উলুক-ঘনরাম চক্রবর্তী)। ২ দেবরাজ ইন্দ্র। ৩ উলুখড়। উলুকী, উলূকী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পেঁচী (দিবসে উলুকী অন্ধ-সুধিন্দ্রনাথ দত্ত)। {সংস্কৃত উৎ+ √লোক্‌+অহমিয়া(অচ্‌)}