• Bengali Word উলামা, ওলামা English definition [উলামা, ওলামা] (বিশেষ্য) ইসলামি শাস্ত্রবিদগণ; আলেম সম্প্রদায় (আলিম ওলমা নহি করেন্ত আদর-সৈয়দ আলাওল)। উলামায়ে কেরাম (বিশেষ্য) সম্মানিত ইসলামি শাস্ত্রবিদগণ (পাঁচজন ওলামায়ে কেরামও এসেছেন-আব্দুর রশীদ ওয়াসেকপুরী)। {আরবি. উলামা বহুবচন , একবচন }
    • Bengali Word শমস-উল-উলামা, শামসুল উলামা English definition [শম্‌স্‌ উল্‌ উলামা, শামসুল্‌ উলামা] (বিশেষণ) ১ জ্ঞানীদের সূর্য। আরবি ও ইসলামি বিষয়ে উচ্চশিক্ষিত পণ্ডিতদিগকে ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত উপাধি (আর পুড়ছে ফুঙি, পুড়ছে শামস-উল-উলামা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) শাম্‌সু’ল ‘উলামা’}
    • Bengali Word শামসুল উলামা English definition ⇒ শমস্‌-উল-উলামা