• Bengali Word উলটানো, ওলটানো English definition [উল্‌টানো, ওল্‌টানো] (ক্রিয়া) ১ উল্টা হওয়া বা করা। ২ অস্বীকার করা; প্রত্যাহার করা; বদলানো (কথা উলটানো)। ৩ পরিবর্তন করা; প্রত্যাহার করানো (নিয়ম উলটানো)। ৪ পার্শ্ব পরিবর্তন করা (পাতা উলটানো)। ৫ বিপর্যস্ত করা। ৬ ভাব পরিবর্তন করা (চোখ উলটানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {বাংলা. √উল্‌টা+আনো}