• Bengali Word উলটা, উল্টা, উলটো, উল্টো English definition [উল্‌টা, উল্‌টা, উল্‌টো, উল্‌টো] (বিশেষণ) ১ অধোমুখ; উপুড়। ২ বিপর্যস্ত। ৩ বিপরীত। ৪ ঘোরালো; প্যাঁচালো (উলটা ক’রে বলি আমি সহজ কথাটাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। উলটা কথা (বিশেষ্য) বিপরীত কথা। উলটা বুঝা ক্রিয়া ভালো কথার মন্দ অর্থ বোঝা; ভুল বোঝা; বিকৃত অর্থ করা। উলটারথ (বিশেষ্য) ১ রথ-যাত্রার অষ্টম দিনে রথ যথাস্থানে ফিরিয়ে আনার উৎসব। ২ বৈপরীত্যসূচক যাত্রা। উলটা বুঝিলি রাম-ভালো কথার মন্দ অর্থ বোঝা; বিপরীত মানে করা। {প্রাকৃত অল্লট্ট>উলট্ট>উল্‌ট, উলটো; তুলনীয়. হিন্দি. উলট্‌}
    • Bengali Word উলট পালট, ওলট পালট, উলটা পালটা, উলটো পালটা English definition [ উলোট্‌পালোট্‌, ওলোট্‌পালোট্‌, উলটোপাল্‌টা, উলটোপালোট্‌] (বিশেষণ) ১ বিপর্যস্ত; বিশৃঙ্খল (হয় দুনিয়া ওলটপালট আর কিশে ভাই রক্ষা হবে-ঈশ্বর গুপ্ত)। ২ অসংলগ্ন; পরস্পরবিরোধী। ৩ বিপরীত। ৪ বিধ্বস্ত; বিনষ্ট। ৫ এলোমেলো; গোলমেলে। □ (বিশেষ্য) বিশৃঙ্খলা (সেখানে শুধুই ঝড় বাদল ওলোট পালট-আকবর উদ্দিন। □ (ক্রিয়া) (বিশেষণ) নড়চড় {প্রাকৃত. অলট্ট-পলট্ট>উলট-পালট}
    • Bengali Word উলটানো, ওলটানো English definition [উল্‌টানো, ওল্‌টানো] (ক্রিয়া) ১ উল্টা হওয়া বা করা। ২ অস্বীকার করা; প্রত্যাহার করা; বদলানো (কথা উলটানো)। ৩ পরিবর্তন করা; প্রত্যাহার করানো (নিয়ম উলটানো)। ৪ পার্শ্ব পরিবর্তন করা (পাতা উলটানো)। ৫ বিপর্যস্ত করা। ৬ ভাব পরিবর্তন করা (চোখ উলটানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {বাংলা. √উল্‌টা+আনো}