• Bengali Word উপুড়, উবুড় English definition [উপুড়, উবুড়] (বিশেষণ) অধোমুখী; নিম্নমুখী; উল্টামুখী; ভূমির দিকে মুখ করে শয়ান আছে এমন, চিতের বিপরীত। উপুড়হস্ত করা, উপুড় হাত করা (ক্রিয়া) দান করা; দেওয়া (কিছু উপুড় হাত না করলে, বুঝেছিস ত, একেবারে মূলতবী-কাজী নজরুল ইসলাম)। {সংস্কৃত. অবমূর্ধা>প্রাকৃত. ওমুদ্ধ>ওমুড়>উবুড়, উপুড়}