• Bengali Word উপমা English definition উপোমা] (বিশেষ্য) ১ তুলনা; সাদৃশ্য (ঠিক উপমা পাইনে খুঁজে-সে মাধুরী দেখায় কেমন-কাজী নজরুল ইসলাম)। ২ (অর.) এক ধর্মবিশিষ্ট দুই ভিন্নজাতীয় বস্তুর সাদৃশ্য বর্ণনা (এ জাতীয় উপমা অর্থাগমের সহায় নয়-সুধূন্দ্রনাথ দত্ত)। ঔপমিক (বিশেষণ)। উপমান (বিশেষ্য) যার সহিত তুলনা করা হয়। উপমিত (বিশেষণ) তুলনা করা হয়েছে এমন; তুলনাকৃত। উপমিতি (বিশেষণ) ১ উপমা; তুলনা। ২ সাদৃশ্য সম্পর্কে জ্ঞান। উপমেয় (বিশেষ্য) ১ উপমার বিষয়। □ (বিশেষণ) উপমিত করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ্‌+√মা+ অ(অঙ্‌)}