• Bengali Word উপম, উপাম (মধ্যযুগীয় বাংলা) English definition [উপমো, উপামো] (বিশেষণ) সদৃশ; তুল্য (প্রাসাদোপম)। □ (বিশেষ্য) উপমা; তুলনা (যা ভাবের উপম হয়ে বিচিত্র হয়ে দেখা দিলে-অবনীন্দ্রনাথ ঠাকুর; এ তিন ভুবনে নাহি যাহার উপাম-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √মা+অ(অঙ্‌,>}
    • Bengali Word উপমন English definition [উপোমোন্] (বিশেষ্য) অপ্রধান চিত্ত; অবচেতন মন (কেষ্টর মনের আড়ালে যে আর-একটা উপমন এতদিন ছাই-চাপা ছিল-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) উপ+মন}
    • Bengali Word উপমন্ত্রী English definition [উপোমোন্‌ত্রি] (বিশেষ্য) সহকারী মন্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) উপ+মন্ত্রী; (অব্যয়ীভাব সমাস)}