• Bengali Word উপকার English definition [উপোকার্‌] (বিশেষ্য) ১ হিতসাধন; আনুকূল্য; সাহায্য। ২ হিত; কল্যাণ। ৩ অনুগ্রহ। উপকারক, উপকারী(-রিন্) (বিশেষণ) উপকর্তা; সাহায্যকারী (যে যে খেলায় শারীরিক পরিশ্রম হয়, সেই খেলাই উপকারক-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। উপকারিকা, উপকারিণী (স্ত্রীলিঙ্গ)। উপকারিতা (বিশেষ্য ) ১ উপকার করার ক্ষমতা। ২ উপযোগিতা। উপকার্য (বিশেষণ) উপকার লাভের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) উপ+√কৃ+অ(ঘঞ্)}