• Bengali Word উদাসী (-সিন্) English definition [উদাশি] (বিশেষণ) ১ উদাস হয়েছে এমন। ২ বিষয়বিরক্ত। □ (বিশেষ্য) সন্ন্যাসী; সম্প্রদায়বিশেষ। উদাসিতা (বিশেষ্য)। উদাসিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উদাস+ইন্}
    • Bengali Word উদাসীন English definition [উদাশিন্] (বিশেষণ) ১ নিরপেক্ষ; নিঃসম্পর্ক। ২ অনাসক্ত; নির্লিপ্ত। ৩ সংসারে বীতস্পৃহ; বৈরাগী। উদাসীনতা (বিশেষ্য)। উদাসীন (পুলিঙ্গ) । উদাসীনা (স্ত্রীলিঙ্গ)। উদাসী (-সিন্) (পুলিঙ্গ)। উদাসিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উদ্+আসীন; (তৎসম বা সংস্কৃত) উদাস+ইন্}