• Bengali Word উতরাই, উৎরাই English definition [উত্‌রাই] (বিশেষ্য) ১ উচ্চস্থান থেকে বা পাহাড় থেকে অবতরণের পথ। ২ ঢাল (কত চড়াই কত না উত্‌রাই-সত্যেন্দ্রনাথ দত্ত) {(তৎসম বা সংস্কৃত) উত্তর>; (বাংলা) √উৎরা + আই = উতরাই; (হিন্দি) উৎরাই}