• Bengali Word উচল (পদ্যেব্যবহৃত), উচ্চল (পদ্যেব্যবহৃত) English definition [উচল্, উচ্‌চল্] (বিশেষণ) উঁচু; উচ্চ (উচল পথের পথিক ওগো; অচল পথের যাত্রী-সত্যেন্দ্রনাথ দত্ত; উচল জমিনে চিকচিকে পানি-বআমি; ভাগীরথী তীরে আছে পর্বত উচ্চল-হেয়াত মাহমুদ; উচল বলিয়া অচলে চড়িনু-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ+ল=উচ্চল>উচল}