• Bengali Word উঁচোট, উচোট, উচট English definition [উঁচোট্, উঁচোট্‌, উচট্] (বিশেষ্য) ১ ঠোকর; চলার পথে পদাঙ্গুলিতে আকস্মিক আঘাতপ্রাপ্তি; হোঁচট (পা বাড়াতে না বাড়াতে উচট খাই-সুধূন্দ্রনাথ দত্ত)। ২ আকস্মিক বাধাপ্রাপ্তিজনিত চমক (ট্র্যাফিক থমকে দাঁড়ায়, উঁচোট খায়-বিষ্ণু দে)। উচট ⇒ উঁচোট। {(তৎসম বা সংস্কৃত) ‘উচ্চাট>(বাংলা) উঁচাট> উঁচোট>উচট, হোঁচট}