• Bengali Word উঁচা , উঁচু , উচা , উচু English definition [উঁচা, উঁচু, উচা, উচু] (বিশেষণ) ১ উচ্চ (উচা উচা পাবত-চর্যপদ)। ২ উন্নত; উদার (উঁচু মন)। ৩ কর্কশ; রূঢ় (উঁচু কথা)। ৪ উৎকৃষ্ট (উঁচু দরের মালমসলা)। উঁচানো, উচানো, ওঁচানো (ক্রিয়া) উত্তোলন করা; উঁচু করা। □ (বিশেষ্য) উত্তোলন (লাঠি উঁচানো)। □ (বিশেষণ) ঊর্ধ্বমুখী; উত্তোলিত (ওঁচা প্রোফেসর তার ওঁচানো গোঁফ ফুলিয়ে তাকায় একবার-অসে)। উঁচানিচা, উঁচুনিচু, উঁচুনিচু (বিশেষণ) অসমান; এবড়ো থেবড়ো; এবড়োথেবড়ো; বন্ধুর। উঁচাকথা (বিশেষ্য) রূঢ় কথা; স্পর্ধাপূর্ণ কথা। উঁচা গলা (বিশেষ্য) উচ্চস্বর; মুক্তকণ্ঠ (উঁচুগলায় তার গুণগান করবার ভিতর কোন বিপদ নেই-প্রথম চৌধুরী)। উঁচাদরের (বিশেষণ) উন্নত শ্রেণির। উঁচা-নজর (বিশেষণ) উন্নত দৃষ্টিসম্পন্ন; বড়ো নজর যার এমন; উদার দৃষ্টিভঙ্গি বিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ>(বাংলা) উচা>উঁচা, উঁচু}
    • Bengali Word উঁচানো English definition [উঁচানো] (ক্রিয়া) উঠানো; উত্তোলন করা। উঁচিয়ে ওঠা (ক্রিয়া) হীন অবস্থা থেকে উন্নত হয়ে ওঠা (লোকটা দুদিনেই খুব উঁচিয়ে উঠেছে)। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ>উঁচু+ আনো}