• Bengali Word উঁচকপালি , উটকপালি English definition [উচ্‌কপালি, উট্‌কটালি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ উঁচু ললাটের দরুন কুশ্রী (লোকে আমায় দেখলে বোধ হয় আমার ‘উঁচকপালী ‘চিরুনদাঁতী’ কথা প্রকাশ হয়ে পড়বে-কাজী নজরুল ইসলাম; উটকপালী ঘুঁটে চোরের মা -অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অলক্ষণা। উঁচকপালে, উচকপালে, উটকপাল, উচাকপাল (বিশেষণ) ১ উজ্জ্বল ললাটবিশিষ্ট। ২ সৌভাগ্য-শালী। উটকপাল ⇒ উঁচকপাল। {(তৎসম বা সংস্কৃত) উচ্চ+কপাল+( বাংলা) ই,>; (বহুব্রীহি সমাস)}