• Bengali Word ঈদ English definition [ইদ] (বিশেষ্য) ১ মুসলমানদের বিখ্যাত পর্বদ্বয়-ঈদুজ্‌জোহা ও ঈদুল্‌ ফিৎর (রোজার উপোস ভেঙ্গে দিল যেন ‘ঈদ-রাতে’-মোহিতলাল মজুমদার)। ২ খুশি; উৎসব। ঈদগা, ঈদগাহ (বিশেষ্য) যে স্থানে একত্র হয়ে ঈদের নামাজ পড়া হয়; ঈদের নামাজ পড়ার জায়গা (আজ পড়বি রে মন ঈদের নমাজ সেই সে ঈদগাহে-কাজী নজরুল ইসলাম)। ঈদুল আজহা, ঈদুজ্জোহা (বিশেষ্য) জুলহজ্জ চান্দ্রমাসের ১০ তারিখে কোরবান উৎসব। ঈদুলফিতর, ইদুলফিতর (বিশেষ্য) শওয়াল চাঁদের প্রথম তারিখে রমজানের রোজা ভঙ্গের উৎসব। {(আরবি) ‘ঈদ’ }