• রসিক; ফাজিল। ইয়ারকি (বিশেষ্য) রসিকতা; ফাজলামি; তুচ্ছ বা বৃথা আমোদে তৎপরতা (যা যাঃ ইয়ারকি করিস নি-রাজশেখর বসু (পরশু); আবার এয়ার্কি হচ্ছে?-সুকুমার রায়)। ইয়ারকি ঠোকা (ক্রিয়া) রসিকতা বা ফাজলামি করা; ইয়ারকি করা। ইয়ারঘেঁষা (বিশেষণ) ১ বন্ধুপ্রিয়। ২ হালকা; খেলো (ডিয়ারটাও একটু ইয়ার-ঘেঁষা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ইয়ারবকশি, ইয়ারবক্সি, ইয়ারবন্ধু (বিশেষ্য) ১ সমপর্যায়ের বন্ধু-বান্ধব; তুচ্ছ ও হালকা আনন্দে বা কাজে সাহায্যকারী বন্ধুর দল (সভাস্থ ইয়ারবক্সির দল-প্রথম চৌধুরী; ঘাসের উপর ইয়ারবক্সী.