• Bengali Word ইস্তফা, ইস্তাফা, এস্তফা English definition [ইস্‌তফা, ইস্‌তাফা, এস্‌তফা] (বিশেষ্য) ১ কর্মত্যাগ; জবাব; চাকরি ইত্যাদি পরিত্যাগ (কাজকর্মে ইস্তফা দিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ ক্ষান্তি; সমাপ্তি; শেষ (লেখা-পড়ায় ইস্তফা দেওয়া-রাজশেখর বসু (পরশু))। ৩ ক্ষমা। {(আরবি) ইস্‌তি ‘(ফারসি)’}